
মাঠ ও মাঠের বাইরে বেশ আলোচিত আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। মাঠে বল হাতে যেমন আলোচনার জন্ম দেন ঠিক তেমনি মাঠের বাইরে নানা বিতর্কিত ঘটনায় থাকেন সবার মুখে মুখে। চলতি বিশ্বকাপে প্রথমে রশিদ খানকেই অধিনায়ক করে নিজেদের স্কোয়াড ঘোষণা করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার ২০ মিনিটের মধ্যেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়ে আলোচনার জন্ম দেন ২৩ বছর বয়সী এ লেগ স্পিনার।
এর আগে গেল বছর ভাইরাল হয়ে যায় আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খানের একটি খবর। গুঞ্জন ছিল রশিদ খান নাকি বলেছিলেন, আফগানিস্তানের হয়ে বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না। তবে এবার এ নিয়ে মুখ খুললেন রশিদ খান নিজেই। উড়িয়ে দিলেন এই গুঞ্জন। খবরটি ভিত্তিহীন বলে জানান রশিদ খান। আফগানিস্তান বিশ্বকাপ জেতার পর রশিদ বিয়ে করবেন-এমন কথা কখনোই বলেননি বলে দাবি করেন তিনি।!
আপাতত রশিদের মনোযোগ বিশ্বকাপে ভালো খেলা। তাই বিয়ে নিয়ে বেশি কিছু ভাবছেন না। এছাড়া তার বয়সও মাত্র ২৩। সবমিলিয়ে তিনি ক্রিকেটেই মনযোগী হতে চান। আফগানিস্তান বিশ্বকাপ জিতলে তিনি বিয়ে করবেন, এটাকে পুরোপুরি গুজব এবং মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
রশিদ বলেন, ’আফগানিস্তান বিশ্বকাপ জিতলে আমি বিয়ে করব, এটা যখন শুনি অবাক হই। সত্যি বলতে, আমি কখনোই এমন কিছু বলিনি যে আমি বিশ্বকাপ জেতার পর বিয়ে করব।’
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসেছে সংযুক্ত আরব আমিরাতে। যেখানকার কন্ডিশনে বাড়তি সুবিধা পাবে স্পিনাররা। তাই বেশিরভাগ দলেরই বিশ্বকাপ স্কোয়াডে স্পিনারদের আধিক্য বেড়েছে।
এ প্রসঙ্গে আফগান লেগ স্পিনার বলেন, ’এখানকার উইকেট স্পিন বান্ধব। আমি মনে করি এ কারণেই বেশিরভাগ দলের স্কোয়াডেই স্পিনারদের গুরুত্ব দেওয়া হয়েছে।’