12.8 C
Toronto
বুধবার, মার্চ ১৯, ২০২৫

নায়িকারা এমনো করতে পারে! শবনম বুবলীর ছবি দেখে হতবাক ভক্তরা

নায়িকারা এমনো করতে পারে! শবনম বুবলীর ছবি দেখে হতবাক ভক্তরা - the Bengali Times

নায়িকা মানেই মেদহীন সুঠাম চেহারা। সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার আর কড়া নিয়ম। ডায়েটে কোনো মিষ্টি, তৈলাক্ত খাবার খাওয়া গুরুতর অপরাধ। কিন্তু শবনম বুবলী এর কোনো কিছুরই তোয়াক্কা করেন না। তিনি যে বরাবরই ছকভাঙা, তা শাকিবের সঙ্গে সম্পর্ক থেকে ছেলের জন্ম- এই সব ঘটনাতে বোঝা যায়।

- Advertisement -

শুক্রবার বুবলীর ছবি দেখে তো অবাক তার অনুরাগীরা।

সিনেমার নায়িকা হয়ে এমন ছবিও পোস্ট করতে পারেন কেউ। এ কী ভাবে সম্ভব! শুক্রবার নিজের একটি মিষ্টি ছবি পোস্ট করেন বুবলী। প্লেট ভর্তি সাজানো মিষ্টি, কেক আরো কত কী।

এমন একটি ছবি পোস্ট করে বুবলী লেখেন, শুক্রবার কোনো ডায়েট নয়। নায়িকার এই ছবি দেখেই অবাক তার ভক্তরা। কারো মন্তব্য, আপনি এত খাবার একসঙ্গে খেতে পারবেন! কেউ আবার লিখেছেন, এগুলো শুধুমাত্রই ছবি তোলার জন্য করা।

প্রসঙ্গত, কিছু দিন আগে বুবলী, শাকিব আর অপু বিশ্বাস বিতর্কে সরগরম ছিল ঢালিউড।

- Advertisement -

Related Articles

Latest Articles