9.2 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বাংলাদেশ-রুয়ান্ডার মধ্যে বিমান চলাচলে চুক্তি সই

বাংলাদেশ-রুয়ান্ডার মধ্যে বিমান চলাচলে চুক্তি সই - the Bengali Times

বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমান যোগাযোগ চালু করতে চুক্তি সই হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান এবং রুয়ান্ডার হাইকমিশনার এ বিষয়ে চুক্তি সই করেছেন।

- Advertisement -

সোমবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

চুক্তিতে উল্লেখ করা হয়, বিমান চুক্তির ফলে বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে বিমানপথে মানুষ ও পণ্য পরিবহনের সুবিধা হবে। এয়ার কানেকটিভিটি চুক্তি বাংলাদেশ ও রুয়ান্ডার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে।

বাংলাদেশ কৃষি ও খাদ্য, বিনিয়োগ, পররাষ্ট্র দফতরের পরামর্শ সভা এবং দু’দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাসহ বিভিন্ন খাতে রুয়ান্ডার সঙ্গে সহযোগিতার উদ্যোগ নিয়েছে। উভয় পক্ষই উল্লেখিত খাতে চুক্তি সমাপ্ত করার বিষয়ে আলোচনা করেছে।

বাংলাদেশ থেকে রুয়ান্ডায় দ্বিপাক্ষিক সফর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বিপাক্ষিক পরামর্শ সভা আয়োজনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles