8.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

৪ বছর পর যেভাবে মিললো হারিয়ে যাওয়া লাগেজ

৪ বছর পর যেভাবে মিললো হারিয়ে যাওয়া লাগেজ - the Bengali Times

যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্স থেকে একটি লাগেজটি হারিয়ে ফেলেন এক নারী। দীর্ঘ চার বছর পর হারিয়ে যাওয়া লাগেজটি ফিরে পেয়েছেন তিনি। বর্তমানে ওই নারী হন্ডুরাজে বাস করেন।

- Advertisement -

নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, লাগেজ হারানো ওই নারীর নাম গ্যাভিন। তিনি বলেন, লাগেজটি পাওয়ার জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। হারিয়ে যাওয়া লাগেজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওও শেয়ার করেছেন। এয়ারলাইনটি তাকে জানিয়েছিল, এটি কোথায় ছিল তা তাদের ধারণায় ছিল না।

এদিকে চলতি মাসেই তিনি টেক্সাস থেকে একটি ফোন পান। বলা হয়, তারা একটি লাগেজ পেয়েছেন। তখনই ওই নারীর চার বছর আগে হারানো লাগেজের কথা মনে পড়ে।

হন্ডুরাজে ওই লাগেজটি হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু সেটি এখন টেক্সাসের হোস্টনে রয়েছে। লাগেজটি ফিরে পাওয়ার পর তিনি এয়ারলাইন্সকে ধন্যবাদ জানান।

- Advertisement -

Related Articles

Latest Articles