9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না: মির্জা ফখরুল

রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না: মির্জা ফখরুল - the Bengali Times
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি আমরা, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ তৈরি না করে ঘরে ফিরবো না, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরবো না। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অনেক ক্ষতি হয়েছে আমাদের। আমাদের অনেক রক্ত ঝরেছে, অনেক বীর প্রাণ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জেল-জুলুম যাই আসুক আমাদের সামনে, সেটিকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যাবো।

- Advertisement -

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা যে সাহস ও আবেগ নিয়ে এগিয়ে চলেছি, তাতে আগামী দিনে আমরা জয়যুক্ত হবোই। আওয়ামী লীগকে পরাজিত করে এ দেশে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করবো আমরা।

- Advertisement -

Related Articles

Latest Articles