7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নারীর গোপন ছবি ও ভিডিও ছড়িয়ে দিতে চেয়েছিলেন ডা. জোবায়ের

নারীর গোপন ছবি ও ভিডিও ছড়িয়ে দিতে চেয়েছিলেন ডা. জোবায়ের - the Bengali Times
অভিযুক্ত ডা জোবায়ের আহমেদ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীর একান্ত গোপনীয় ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে জোবায়ের আহমেদ (৩৮) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে তাকে।

ভুক্তভোগী ওই নারী গত ২২ ডিসেম্বর ভাটারা থানায় ডা. জোবায়েরের বিরুদ্ধে মামলা করেন। এতে বলা হয়, ২০১৯ সালে জোবায়েরের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় তার। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। ডা. জোবায়ের নিজেকে অবিবাহিত পরিচয় দিয়েছিলেন প্রথমে। কিন্তু পরে তার বিয়ের তথ্য জানতে পারেন নারী। এরপরই তিনি তার কাছ থেকে সরে আসেন। প্রেমের সম্পর্ক থাকার সময় তার গোপনীয় ছবি ও ভিডিও করে রেখেছিলেন জোবায়ের। পরবর্তীতে সেই ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে নারীকে নানাভাবে হয়রানি করতে থাকেন তিনি।

- Advertisement -

সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, জোবায়েরের বিরুদ্ধে এর আগেও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রয়েছে। ভাটারা থানার মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles