8.1 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

ক্রিকেট মাঠেই সানরাইজার্সের মালিককে বিয়ের প্রস্তাব!

ক্রিকেট মাঠেই সানরাইজার্সের মালিককে বিয়ের প্রস্তাব! - the Bengali Times
প্ল্যাকার্ড ধরে বসে আছেন ফ্যান বামে কাব্য মারান ডানে

ক্রিকেটের অন্ধভক্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম মালকিন কাব্য মারান। ৩০ বছরের কাব্য এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। এসএটোয়েন্টি লিগের প্রথম সংস্করণ এবার। সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে রামধনু দেশের এই লিগে।

সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের কন্যা পার্লে বোল্যান্ড পার্কে হাজির ছিলেন। তবে কাব্যকে চমকে দিয়েছেন এক দক্ষিণ আফ্রিকার ফ্যান। পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচ চলাকালীন কাব্যকে ওই ফ্য়ান বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

- Advertisement -

পার্ল রয়্যালের ইনিংসের অষ্টম ওভারের পরের ঘটনা। ক্যামেরা ফ্যানের দিকে প্যান করতেই দেখা যায় যে, ওই ফ্যান হাতে প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় বড় করে লেখা, ‘কাব্য় মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?’ এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।

লিগের অফিসিয়াল টুইটারে সেই ভিডিও আপলোড করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles