16.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দুই নায়িকার বন্ধুত্বের রসায়ন

দুই নায়িকার বন্ধুত্বের রসায়ন - the Bengali Times
তাঁরা নায়িকা, তাঁরা বন্ধুও। কথায় বলে, দুই নায়িকার মধ্যে নাকি বন্ধুত্ব হয় না! সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যকেই কড়া চ্যালেঞ্জ জানিয়ে একসঙ্গে ছবি পোস্ট করলেন দুই স্টারকিড। জাহ্নবী কপূর ও সারা আলি খান।

আজ সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে একাধিক ছবি পোস্ট করেন শ্রীদেবী কন্যা জাহ্ণবী কপূর ও সেফ আলি খান কন্যা সারা আলি খান। ছবির ফ্রেমেই ধরা পড়ে দুই নায়িকার বন্ধুত্বের রসায়ন। ঝলমলে পোশাকে সেজেছিলেন জাহ্ণবী। আর গাঢ় নীল পোশাক দেখা গেল সারার গায়ে। জাহ্নবী লিখছেন, ‘মেয়েরা মেয়েদের চায়।’

- Advertisement -

অন্যদিকে এই একটি ছবি ভাগ করে নিয়েছেন সারাও। লিখেছেন, ‘আসল রাজকন্যারা একে অন্যের মুকুট ঠিক করে দেয়। আমার জিম থেকে শুরু করে গাউনের সাজ পর্যন্ত বন্ধুত্ব, আদর্শ ও প্রেরণার সঙ্গী। বাড়িতেই থাকি বা শ্যুটিং ফ্লোরে, তুমি সঙ্গে থাকা মানেই আনন্দ আর উচ্ছাস।’

সত্যিই তাই। লকডাউনেও একসঙ্গে শরীরচর্চার একাধিক ভিডিও শেয়ার করে নিয়েছিলেন সারা-জাহ্ণবী। লকডাউনেও নিজের শরীরের খেয়াল রাখতে ব্যস্ত ছিলেন সারা আলি খান। সঙ্গী ছিলেন জাহ্নবী। করোনা পরিস্থিতিতে বন্ধ জিম। কিন্তু তাই বলে কি শরীরচর্চা করা যাবে না! নিজের বাড়ির খোলা জায়গাতেই শরীরচর্চা করেছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি আপলোড করেন সারা আলি খান। মুহূর্তে ভাইরাল হয় সেই ভিডিও। অনুরাগীদের কমেন্ট উপচে পড়ছে সেই ভিডিওতে। ওয়ান মিলিয়ানেরও বেশি ভিউ হয়েছে ভিডিওটিতে।

কয়েক মাস আগেই তাঁর যোগভ্যাসের একটি অনবদ্য ভিডিও শেয়ার করেছিলেন সারা। সেই ভিডিওতে তাঁকে শূন্যে ঝুলন্ত অবস্থায় যোগাভ্যাস করতে দেখা গিয়েছে। শেয়ার করার পর এই ভিডিওটি প্রায় ১৩ লক্ষেরও বেশি ভিউ হয়েছে। আর সেইসঙ্গে নেটিজেনরা প্রচুর সংখ্যায় কমেন্ট করতে ভুলছেন না। ভিডিওতে সারাকে কাপড়ের দড়ির সাহায্যে বিশেষভাবে ঝুলন্ত অবস্থায় যোগ করতে দেখা যাচ্ছে। আসলে নিজেকে ফিট রাখতে যোগাভ্যাসের এটাও একটা পদ্ধতি। সারা এই ভিডিও তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘উইক এন্ডে ঝুলন্ত অবস্থায়’। আগামীতে ‘অতরঙ্গী রে’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে সারা আলি খানকে। সূত্র: এবিপি আনন্দ

- Advertisement -

Related Articles

Latest Articles