8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বলিউডে না আসার কারণ জানালেন অমিতাভ বচ্চনের নাতনি

বলিউডে না আসার কারণ জানালেন অমিতাভ বচ্চনের নাতনি - the Bengali Times
নভ্যা নভেলি নন্দা

বলিউডের বেশ হাই প্রোফাইল পরিবারের সন্তান নভ্যা নভেলি নন্দা। তবে নামি পরিবারের মেয়েও হয়েও এখন পর্যন্ত বলিউডে পা রাখেননি তিনি।

নভ্যার দাদা অমিতাভ বচ্চন, দাদি জয়া বচ্চন, মামা অভিষেক বচ্চন, মামি ঐশ্বরিয়া রাই বচ্চন বলিউডের জনপ্রিয় তারকা হলেও, তিনি বলা চলে অভিনয় জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।

- Advertisement -

তবে ঠিক কি কারণে শোবিজে এলেন না তা জানার আগ্রহ অনেকেরই। এতদিন চুপ থাকলেও, সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন নভ্যা।

 

নভ্যা জানান, আসলে আমার মনে হয় আমার দিয়ে অভিনয়টা হবে না। শুধু কিছু করার জন্য করাটা আমি একেবারেই পছন্দ করি না এবং বিশ্বাসও করি না। আমার বিশ্বাস ও দক্ষতা অন্য কোথাও রয়েছে। আর আমি সেখানেই নিজের দক্ষতাকে কাজে লাগাতে চাই।

পেশাগত জীবনে একজন সফল এন্টারপ্রেনার হিসেবে কাজ করছেন নভ্যা। বর্তমানে নারীদের জন্য ‘আরা হেলথ’ নামের একটি হেলথ টেক কোম্পানি চালান তিনি।

- Advertisement -

Related Articles

Latest Articles