
শাকিরার সাথে বিচ্ছেদ এবং ক্যাসিও রোলেক্স বিতর্কের পর এবার নিজের নতুন প্রেমিকা সামনে আনলেন জেরার্ড পিকে।
প্রেমিকা ক্লারা চিয়া মার্তি দেখার অপেক্ষার পালাও শেষ করলেন পিকে।
ক্লারার সঙ্গে ইনস্টগ্রামে ছবি পোস্ট এই স্প্যানিশ ফুটবল তারকা দিলেন নিজেদের প্রেমের আনুষ্ঠানিক ঘোষণা। যদিও ছবির শিরোনামে কিছুই লেখেননি পিকে।
গত বছরের জুনে যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার কথা জানিয়েছিলেন ৪৫ বছর বয়সী পপ তারকা শাকিরা এবং ৩৫ বছর বয়সী ফুটবল তারকা পিকে।
ক্লারা অতোটা পরিচিত মুখ নয়। জানা গেছে পিকের প্রোডাকশন কোম্পানি কসমসের মাধ্যমে চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের কাজ করছেন তিনি।