2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিবাহিত পুরুষরা মেসেজ দিলে বউদের স্ত্রিনশট পাঠাব : সুবহা

বিবাহিত পুরুষরা মেসেজ দিলে বউদের স্ত্রিনশট পাঠাব : সুবহা - the Bengali Times
চিত্রনায়িকা হুমায়রা সুবহা

ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা হুমায়রা সুবহা। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে খোলামেলা কথা বলেন এ নায়িকা।

গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ফেসবুক স্ট্যাটাসে সতর্ক করে সুবহা লিখেছেন, যারা বিবাহিত, মানে যাদের বউ এবং বাচ্চা আছে, দয়া করে আমাকে ইনবক্সে মেজেস দিবেন না। আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। নয়তো আমি আপনাদের বউদেরকে মেসেজের স্ক্রিনশট পাঠিয়ে দিব।

- Advertisement -

তিনি আরও লেখেন, বউ রেখে যারা নষ্টামি করে বেড়ায়, আমি তাদের প্রচন্ড ঘৃণা করি। এতই যদি ইচ্ছা থাকে তাহলে বউ মরার পরে, নয়তো ডিভোর্স দেওয়ার পরে প্রেম দেখাতে আসবেন।

নায়িকার ভাষ্য, আমার জীবনে এত অভাব আর ঠেকা নাই যে, বিবাহিত লোকদের সঙ্গে প্রেম করব। দুনিয়াতে অনেক সিঙ্গেল পোলাপান আছে।

প্রসঙ্গত, সুবহার সঙ্গে ‘ভাইরাল’ শব্দটি ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে, কিছুদিন পরপরই তার নতুন প্রেমের গুঞ্জনে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। তবে ব্যক্তিজীবনে নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ারে মনোযোগ দিয়েছেন এই সুন্দরী।

- Advertisement -

Related Articles

Latest Articles