18.1 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

নাটক ছেড়ে দেব, এমন কথা কখনই বলিনি: মেহাজাবীন

নাটক ছেড়ে দেব, এমন কথা কখনই বলিনি: মেহাজাবীন - the Bengali Times
মেহজাবীন চৌধুরী

এক সময় নাটকে যে শিল্পীরা রাজত্ব করছেন তারা আজ নাটকে নেই। নেই মানে তারা নাটকে অভিনয় করা কমিয়ে দিয়েছেন। অনেকে তো একেবারেই নাটক করছেন না। এই যেমন আফরান নিশো নাটকে নেই একেবারেই যেনো, অপূর্বও কমিয়ে দিয়েছেন। নাটকে অভিনয় কমিয়েছেন মেহজাবীন এবং তানজিন তিশাও।

মূলত ওটিটির কাজের প্রতি গুরুত্ব বাড়িয়েছেন তারা। ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এসবের অভিনয় নিয়েই এখন তাদের ব্যস্ততা। সম্প্রতি মেহজাবীন নিজেই নাটকে অভিনয় কমিয়ে দেওয়ার কথা স্বীকার করে নিলেন। সঙ্গে এও জানালেন, তিনি নাটকেরই মেয়ে। তাই নাটক ছেড়ে একেবারেই যাচ্ছেন না।

- Advertisement -

অভিনেত্রীর ভাষ্য, ‘আমি আসলে নাটক ছাড়ার কথা কখনোই বলিনি। আমি নাটকেরই মেয়ে। মনের মতো স্ক্রিপ্ট পেলে অবশ্যই নাটক করবো। আবার আসবো।’

রোববার মেহাজাবীন অভিনীত নতুন ওয়েব সিরিজ ‘দ্য সাইলেন্স’ প্রিমিয়ার হয় রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায়। পরের দিন বিঞ্জে সিরিজটির মুক্তি উপলক্ষেই এই প্রিমিয়ার। প্রিমিয়ারে হাজির হোন সিরিজটিরি নির্মাতা ভিকি জাহেদ, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ অনেকেই।

ভালোবাসা দিবস উপলক্ষে এই একটি কাজই দেখা যাবে মেহজাবীনকে। অভিনেত্রী বললেন ‘‘এই ভ্যালেন্টাইনে একটাই কাজ আমার। সেটি হলো ‘দ্য সাইলেন্স’। এটাই দেখবেন একমাস। মানে পুরো ফেব্রুয়ারিজুড়ে।’’

নাটক কমিয়ে দেওয়ার কারণ কি শুধুই ওটিটির ব্যস্ততা, না অন্য কোনো কারণ রয়েছে? প্রশ্ন রাখতেই অভিনেত্রীর উত্তর, ‘আমরাই যদি কনটিনিউ করি তাহলে তো হবে না। একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে আমাদের। আবার অন্যদের জন্যও জায়গা করে দিতে হবে। এখন অনেকেই ভালো করছে ইয়াং জেনারেশনের। তাদের জায়গা দিতে হবে। তারা অনেক ভালো করুক। আমি মনে করি ওদের সাপোর্ট দরকার।’

- Advertisement -

Related Articles

Latest Articles