7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এবার নওয়াজের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন স্ত্রীর আইনজীবী

এবার নওয়াজের বিরুদ্ধে যে অভিযোগ আনলেন স্ত্রীর আইনজীবী - the Bengali Times

বলি অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে ফের গুরুতর অভিযোগ এনেছেন স্ত্রী আলিয়া সিদ্দিকির আইনজীবী। সম্প্রতি স্ত্রীকে খাবার না দেওয়ার অভিযোগ এনেছেন তিনি। দিন দিন যেন তাদের দাম্পত্য কলহ বেড়েই চলেছে।

- Advertisement -

আইনজীবী বলেন, আলিয়াকে একেবারেই খাবার দেওয়া হয় না। এমনকি শৌচাগার ব্যবহারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে আলিয়াকে। নিজ বাড়িতেই তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।

তিনি আরও বলেন, এ ছাড়াও চব্বিশ ঘণ্টা পুরুষ দেহরক্ষী দ্বারা কড়া নজরে রাখা হয়েছেন আলিয়া ও তাঁর সন্তানদেরকে।

এমনকি নওয়াজের স্ত্রীর আইনজীবী প্রশ্ন তুলেছেন পুলিশের তদন্ত নিয়েও। তিনি বলেন, প্রায় প্রতিদিনই আমার মক্কেল আলিয়াকে পুলিশি গ্রেফতারির হুমকি দিচ্ছে অভিনেতার পরিবার।

২০২০ সালে নওয়াজ় এবং তার পরিবারের বিরুদ্ধে গার্হস্থ হিংসার অভিযোগ দায়ের করেন আলিয়া। তার পর থেকেই আলাদাই থাকতেন তারা। কিন্তু ২০২১ সালে নওয়াজ়ের সঙ্গে ডিভোর্সের সিদ্ধান্ত বাতিল করেন অভিনেতার স্ত্রী।

তবে অভিনেতার বাড়ি থেকে স্ত্রীর বিরুদ্ধে যেমন জবরদখলের অভিযোগ আনা হয়েছে। তেমন আলিয়াও নওয়াজের পরিবাররে বিরুদ্ধে ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles