5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘নায়িকাকে চুমু খেতে খেতে তুমি ঠিক আমায় দেখবে’

‘নায়িকাকে চুমু খেতে খেতে তুমি ঠিক আমায় দেখবে’ - the Bengali Times
টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তী

শাহরুখ খানের অন্ধভক্ত টলিউড অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাই তো চার বছর পর প্রিয় তারকার ছবি মুক্তির পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি। শাহরুখের ‘পাঠান’ ছবির পোস্টার জড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন উষসী, জানালেন প্রিয় নায়কের প্রতি তার মুগ্ধতার কথা।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে ঊষসী চক্রবর্তী লেখেন, ‘আমি জানি, দুষ্টের দমনের সময় কিংবা নায়িকাকে চুমু খেতে খেতে তুমি ঠিক আমায় দেখবে।’

- Advertisement -

স্কুল পালিয়ে জয়া সিনেমাহলে শাহরুখের সিনেমা দেখতে যাওয়ার স্মৃতিই উঠে এল তার লেখায়। কী ভাবে তিনি প্রিয় তারকার সিনেমা দেখতে যাওয়ার আগে নিজেকে পরিপাটি করে সাজিয়ে নেন।

ঊষসী লেখেন, ‘তোমার যে কোনো ছবি হলে গিয়ে দেখতে যাওয়ার আগে আমি দারুণ সাজি। গাঢ় করে লিপস্টিক লাগাই, কাজল পরি। নিন্দুকেরা হাসেন! ‘‘আরে আরে এত সাজছিস কেন? ও তোকে দেখতে পাবে না , তুই পাবি!’’ যদিও আমি জানি তুমি ঠিক দেখবে।’

‘পাঠান’ ছবির ব্যাপারে আনন্দবাজার অনলাইনকে তিনি বলেন, ‘পাঠান দেখে আমি মুগ্ধ। জেমস বন্ডের সিনেমার মতো টুইস্ট রয়েছে। দুর্দান্ত অ্যাকশন। শাহরুখ পারফেক্ট। অভিনয় নিয়ে কিছু বলাই যাবে না। দীপিকাও অসাধারণ।’

- Advertisement -

Related Articles

Latest Articles