5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

হল ভরা ছাত্রী দেখে পরীক্ষা হলেই জ্ঞান হারালো ছাত্র!

হল ভরা ছাত্রী দেখে পরীক্ষা হলেই জ্ঞান হারালো ছাত্র! - the Bengali Times

ভর্তি পরীক্ষা দিতে গিয়ে ক্লাসের ভেতরই জ্ঞান হারিয়ে ফেলে এক ছাত্র। ওই ছাত্রের পরিবার দাবি করেছে, ক্লাস ভরা ছাত্রী দেখে নার্ভাস হয়ে অজ্ঞান হয়ে যায় সে।

- Advertisement -

বুধবার (১ ফেব্রুয়ারি) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে ঘটেছে এ ঘটনা।

সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, বিহারের শরীফ এলাকায় অবস্থিত আল্লামা ইকবাল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র শঙ্কর ইন্টারমিডিয়েট ভর্তি পরীক্ষায় অংশ নিতে ব্রিলিয়ান্ট নামক একটি স্কুলে যায়। সেখানে গিয়ে শঙ্কর দেখতে পায়, যেই ক্লাসে তার ভর্তি পরীক্ষার আসন পড়েছে সেই ক্লাসটিতে সেই একমাত্র ছাত্র। ক্লাসের বাকি ৫০ জনের সবাই ছাত্রী। এটি দেখে সে নার্ভাস হয়ে যায়। এরপর ক্লাসেই সে অজ্ঞান হয়ে যায়।

শঙ্করের খালা বলেন, ‘সে ভর্তি পরীক্ষা কেন্দ্রে যায় এবং দেখতে পায় ক্লাস ছাত্রীতে ভরা। এটি দেখে সে নার্ভাস হয়ে যায় এবং তার শরীরে জ্বর ওঠে। এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে।’

অজ্ঞান হওয়ার পর শঙ্করকে দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে।

- Advertisement -

Related Articles

Latest Articles