2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি

এমবাপ্পের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন মেসি - the Bengali Times
ছবি সংগৃহীত

‘কিলিয়ান এমবাপ্পের সঙ্গে আমার ভালো এবং মজবুত সম্পর্ক রয়েছে তার। তার সঙ্গে কোনো সমস্যা নেই, বরং বেশ ভালো সম্পর্ক আমাদের। বিশ্বকাপ ফাইনাল নিয়েও আমাদের কথা হয়েছে’।

আর্জেন্টাইন আউটলেট ওলের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসি। খবর গোল ডটকমের।

- Advertisement -

কাতার বিশ্বকাপের ফাইনাল নিয়ে এমবাপ্পের সঙ্গে কথা বলেছেন কি না জানতে চাইলে মেসি বলেন, হ্যাঁ, ম্যাচটি নিয়ে আমরা কথা বলেছি। বিশ্বকাপ পরবর্তী সময়ের ছুটিতে যখন আর্জেন্টিনায় ছিলাম, সেখানের মানুষ কীভাবে উদযাপন করেছে- সে সব নিয়েও কথা হয়েছে। আমাদের আলাপচারিতা সাধারণত ভালোই হয়।

লিওনেল মেসি আরও বলেন, ফাইনালে সে প্রতিপক্ষ হিসেবে ছিল। আমাকেও বিশ্বকাপ ফাইনাল হারতে হয়েছিল। এমবাপ্পের তখন কেমন লেগেছিল, সে সম্পর্কে তাই আর কিছু জানতেও চাই না। তবে সত্যিটা হলো, আমার সঙ্গে কিলিয়ানের কোনো সমস্যা নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles