9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

১৩ লাখ টাকা প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেটারের স্ত্রী

১৩ লাখ টাকা প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেটারের স্ত্রী - the Bengali Times
স্ত্রীর সঙ্গে দীপক চাহার ছবি সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের স্ত্রীর সঙ্গে ব্যবসা করার প্রস্তাব দিয়ে দুই ব্যক্তির বিরুদ্ধে ১০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ টাকার বেশি) প্রতারণা করার অভিযোগ উঠেছে। এই দুজনের একজন আবার দেশটির একটি রাজ্য ক্রিকেট সংস্থার সাবেক কর্মকর্তা।

এ নিয়ে চাহারের স্ত্রী জয়া ভরদ্বাজ থানায় অভিযোগ দায়ের করেছেন। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ।

- Advertisement -

জয়া পুলিশের কাছে জানিয়েছেন, ২০২২ সালে তার সঙ্গে ধ্রুব পারিক ও কমলেশ পারিক নামের দুই ব্যক্তির যোগাযোগ হয়েছিল। কমলেশ আগে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কর্মকর্তা ছিলেন। তারা জয়াকে ব্যবসার প্রস্তাব দেন। ব্যবসা শুরু করার জন্য ২০২২ সালের ৭ অক্টোবর জয়ার কাছ থেকে ১০ লাখ রুপি নেন দুই অভিযুক্ত। তার পর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি ফোনেও যোগাযোগ করা যায়নি।

অবশেষে কয়েক মাস অপেক্ষা করার পরে জয়া আগরার হরি প্রভাত থানায় অভিযোগ দায়ের করেছেন। যেখানে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্তদের এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles