9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই : সুকেশ

বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই : সুকেশ - the Bengali Times
ছবি সংগৃহীত

দামি উপহার দিয়ে বলি পাড়ার সুন্দরীদের সঙ্গে সখ্যতা করতেন সুকেশ চন্দ্রশেখর। সেই তালিকায় ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফাতেহির মতো তারকারা।

কদিন আগে আরেক বলি ও টিভি সিরিয়াল অভিনেত্রী চাহাত খান্না দাবি করেন, সুকেশ তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার সেই দাবিতে পানি ঢেলে সুকেশের স্পষ্ট জবাব, বিবাহিত নারীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই।

- Advertisement -

তার ভাষ্যমতে, ‘চাহাত মিথ্যা বলছে। বিবাহিত বা এক সন্তানের মা, এ রকম মহিলাদের ওপর আমার কোনো আগ্রহ নেই। আমি ওদের মতো গোল্ড ডিগার নই।’

এর আগে, ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির মামলায় কারাবন্দি থাকাকালে সুকেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাহাত। সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে গিয়ে নিজের বয়ান রেকর্ড করেন অভিনেত্রী। সেখানেই তিনি দাবি করেন, তিহাড় জেলে বসেই সুকেশ তাকে বিয়ের প্রস্তাব দেন।

অভিনেত্রী জানিয়েছেন, সুকেশের লোক তাকে অনবরত ব্ল্যাকমেইল করছিল। একপ্রকার বাধ্য হয়েই তিনি সুকেশের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তাকে ফাঁদে ফেলে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles