বিদেশি কেন্দ্রে ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ২২৪ শিক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছয়জন বাদে মোট ২১৮ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বহিস্কৃত পরীক্ষার্থী ১ জন। পাশের হার ৯৭ দশমিক ৩২ শতাংশ।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। পরিসংখ্যানে আরও বলা হয়েছে, ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় বিদেশে ৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪টিতে শতভাগ পাশ করেছে। শিক্ষার্থীদের পরীক্ষা কার্যক্রম পরিচালনায় ৮টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়।
বুধবার ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫। এ পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী।