17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

সাবেক প্রেমিক সিদ্ধার্থের বিয়ের পর যা বললেন আলিয়া

সাবেক প্রেমিক সিদ্ধার্থের বিয়ের পর যা বললেন আলিয়া - the Bengali Times

সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটের বলিউড যাত্রা শুরু হয়েছিল ‘স্টুডেন্ট অব দি ইয়ার’ সিনেমার মাধ্যমে। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল।

- Advertisement -

এ সিনেমায় অভিনয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সিদ্ধার্থ-আলিয়া। কিন্তু তাদের সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। রণবীর কাপুরকে মন দিয়ে বসেন আলিয়া। গত বছর তারা বিয়েও করেন। তাদের সংসারে জন্ম নিয়েছে কন্যাসন্তান।

এদিকে মঙ্গলবার দীর্ঘ গোপন প্রেমের পর সাতপাকে বাঁধা পড়েছেন সিদ্ধার্থ-কিয়ারা। সাবেক প্রেমিকের বিয়েতে শুভেচ্ছা জানাতে ভুল করেননি আলিয়া। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লিখেছেন—দুজনকেই অনেক শুভেচ্ছা।

ইন্ডাস্ট্রির সব থেকে জনপ্রিয় জুটিদের মধ্যে অন্যতম সিদ্ধার্থ-কিয়ারা। ২০২০ সালে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তারা। এমনকি ‘কফি উইথ করণ’-এ এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন তারা।

- Advertisement -

Related Articles

Latest Articles