7.8 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর ২ বোনকে জীবিত উদ্ধার

ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর ২ বোনকে জীবিত উদ্ধার - the Bengali Times
ফাতেমা দিমির

তুরস্কে ভূমিকম্পের ৬২ ঘণ্টা পর দুই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় গাজিয়ানটেপের সরকারি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই দুই নারীর নাম ফাতেমা দিমির ও মারভা। তারা সম্পর্কে বোন।

উদ্ধারের পর ফাতেমা বলেন, ‘যখন ভূমিকম্প হয়, তখন আমার মাথার ওপর একটি কংক্রিটের স্লাব এসে পড়ে। আমি মেঝেতে পড়ে যাই। পাশেই হুসরা ছিল। আমি চাপা পড়া অবস্থায় কয়েকবার তার হাত ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি’। ফাতেমা ও মেরভি ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন।

- Advertisement -

শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় পুরোদমে চলছে উদ্ধার অভিযান। অভিযানে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে বৈরী আবহাওয়া। তার মধ্যেও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা, যে কারণে মাঝে মধ্যেই মিলছে জীবিত ব্যক্তি উদ্ধারের খবর।

গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তুরস্কে ১২ হাজার ৩৯১ জন মারা গেছে। সিরিয়ায় নিহতের সংখ্যা ২ হাজার ৯৯২। সব মিলিয়ে দেশ দুটিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৮৩ জনে।

- Advertisement -

Related Articles

Latest Articles