
তুরস্কের হাতে প্রদেশের ধ্বংসস্তুপ থেকে একটি সাত মাস বয়সী শিশুকে ১৩৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার করার হয়েছে। তার কয়েক ঘণ্টা পরই আরও একটি অলৌকিক খবর এসেছে তুরস্ক থেকে। হাতে এলাকা থেকেই আরেক ১২ বছর বয়সী মেয়েকে১৪৭ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে গাজিআন্তেপ থেকেও রবিবার এক ১৩ বছর বয়সীকে জীবিত উদ্ধার করা হয়েছে। যে ঘটনাকে রীতিমতো মিরাকল বলে আখ্যা দিয়ে উদ্ধারকারীরা।
গত সোমবার আঘাত হানা ভূমিকম্পে সাত দিনে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় ৩০ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে।
গত শনিবার সাত মাস বয়সী শিশু হামজাকে ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করা হয়। একটি ভিডিওতে দেখা যায় তাকে উদ্ধার করার পর আনন্দে আত্মহারা হয়ে পড়ে উদ্ধারকারীরা।
এরপর তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় হাতে প্রদেশেই রবিবার সকালে একটি মেয়েকে উদ্ধার করে স্ট্রেচারে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় মেয়েটির বাবাকেও উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা বলেছেন, বাবা-মেয়ে নাকি তাদের কাছে দুই কাপ ভালো চা চেয়েছেন।