6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘টাকা দিন নইলে’, তৃণার নগ্ন ছবি ভাইরাল করার হুমকি!

‘টাকা দিন নইলে’, তৃণার নগ্ন ছবি ভাইরাল করার হুমকি! - the Bengali Times
তৃণা সাহা

একদিকে বিবাহবিচ্ছেদের গুঞ্জন, অন্যদিকে নগ্ন ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি! একের পর এক ঘটনার শিকার অভিনেত্রী তৃণা সাহার। এর মধ্যেই শুরু হয়েছে তার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’। এর মাঝেই নতুন করে ঝামেলায় জড়ালেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস

সংবাদমাধ্যমে তৃণা সাহা জানান, বৃহস্পতিবার সকালে তিনি একটা ফোন পান। যেখানে বলা হয়, এক ব্যক্তি তার নাম করে ১২ হাজার টাকার ওপর লোন নিয়েছে। এবং এমার্জেন্সি নম্বর হিসেবে তার ফোন নম্বর দেওয়া হয়েছে। যে ব্যক্তির থেকে লোন নেওয়া হয়েছে। ওই ব্যক্তি বলে, ধার নেওয়া টাকা শোধ না করলে তার নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করে দেওয়া হবে। এপ্রসঙ্গে তৃণার অভিযোগ, কীভাবে তার ব্যক্তিগত নম্বর এভাবে ছড়িয়েছে বা কে লোন নিয়েছে, কার কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছে, কাউকেই চেনেন না তিনি। কোনওদিন নামও শোনেননি।

- Advertisement -

তৃণা বলেন, আমি কখনোই চাই না, কারও নগ্ন ছবি ছড়িয়ে পড়ুক। তাই থানায় অভিযোগ দায়ের করব। আপাতত নম্বরটা ব্লক করেছি। আপনাদেরও বলব একটু সতর্ক থাকুন।

- Advertisement -

Related Articles

Latest Articles