2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

টরন্টোয় দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন

টরন্টোয় দুর্ঘটনায় কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সংকটাপন্ন - the Bengali Times
সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ও ছেলে নিবিড় কুমার ছবি সংগৃহীত

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় আহত সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমারের অবস্থা সংকটাপন্ন। এ ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে টরন্টোর ডুনডাস এলাকার একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। চারজন মিলে কানাডার দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি খাদে পড়ে আগুন ধরে যায়।

- Advertisement -

নিহতরা হলেন আরিয়ান আলম দীপ্ত, শাহরিয়ার খান ও অ্যাঞ্জেলা বাড়ৈ।

অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, টরন্টোর হাইওয়ে ৪২৭-এর দুনদাস স্ট্রিট ওয়েস্টে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এ সময় গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল। সড়কবিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় গাড়িতে চারজন আরোহী ছিলেন। তারা সবাই বাংলাদেশি। শিক্ষার্থী ভিসায় টরন্টোয় অবস্থান করছিলেন বলে সেখানকার পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গাড়ির আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যান এবং তৃতীয়জন হাসপাতালে নেওয়ার পর আজ সকালে মারা যান। তারা ৪ জনই আন্তর্জাতিক স্টুডেন্ট হিসেবে টরন্টোতে বসবাস করতেন। ছেলের দুর্ঘটনার খবর পেয়ে কুমার বিশ্বজিৎ কানাডা যাচ্ছেন বলে জানা গেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles