9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

স্ত্রীকে ভালোবেসে কি আপু বলে ডাকা যাবে?

স্ত্রীকে ভালোবেসে কি আপু বলে ডাকা যাবে? - the Bengali Times

স্ত্রীকে ভালোবেসে অনেকে অনেক নামে ডাকে। কেউ কেউ আবার ভালোবাসার আবেগে আপু বলেও ডেকে থাকি। তবে স্ত্রীকে আপু ডাকা যাবে কি?

- Advertisement -

এই প্রশ্নের উত্তর হলো, ভালোবাসার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, স্ত্রীকে আপু বলে ডাকা উচিত নয়। আল্লাহর রাসুল (সা.) একজনকে এভাবে বলতে শুনে- তা থেকে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ, হাদিস : ২২১০)

তাই প্রত্যেকের উচিত, স্ত্রীকে এভাবে সম্বোধন না করা। আগে করে থাকলেও এখন থেকে এমন সম্বোধন থেকে বিরত থাকা। আর প্রসঙ্গত জেনে রাখা জরুরি যে, কেউ যদি তার স্ত্রীকে এভাবে সম্মোধন করেও ফেলে, তবে এর দ্বারা তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না।

তথ্যসূত্র: ফাতহুল কাদির : ৪/৯০-৯১; আল-বাহরুর রায়েক: ৪/৯৮; আদ্দুররুল মুখতার : ৩/৪৭; বাযলুল মাজহুদ : ১০/৩২২

- Advertisement -

Related Articles

Latest Articles