17.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পরকীয়ার টানে বাড়ি থেকে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে!

পরকীয়ার টানে বাড়ি থেকে বেরিয়ে ফিরলেন লাশ হয়ে! - the Bengali Times

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারী কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৭ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারি কারখানার রান্না ঘর থেকে ওই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।

মৃত বেকারি শ্রমিক কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

মৃতের স্ত্রী সম্পা বেগম বলেন, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যায়।

তিনি আরও জানান, একই উপজেলার মাঝবাড়ী গ্রামের এক নারীর সঙ্গে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতাল পাঠিয়েছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

সূত্র : বাংলানিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles