
বাঙালি হলো জন্মলগ্ন কবি। পৃথিবীর কোন জাতির মধ্যেই এটা নেই। বাঙালির আবেগ আছে এজন্যই কবিতা লেখা সহজ তাদের জন্য। তবে সমস্যা হল কিছু বাঙালি মনে করেন ছন্দের পর ছন্দ সাজালেই বুঝি সেটা কবিতা, আবার আধুনিক কবিতার দোহাই দিয়ে মনে যা আসে লিখে দিলেও সেটাও কবিতা। অর্থাত কবিতার কোন নিয়ম নেই, কবিতার কোন গন্তব্য বা বক্তব্য নেই। কবিতা হলো বমি বা মলত্যাগ করার মত সহজ কিছু। এজন্য বাঙালির মধ্যে কবির সংখ্যা বেশি। মহামতি আকবরের সভাকবি মোল্লা দোঁপেঁয়াজির মত করে বললে বলা যেতে পারে সংখ্যাটা নয় কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বইজন কবি আছে এপার ওপার দুই বাংলায়। গনণা করার পর যদি সংখ্যাটা কম হয় তবে ধরে নেবেন বাকিরা পাশের দেশে বেড়াতে গেছেন। বেশি হলে আসাম বা অন্য কোন প্রদেশ থেকে তারা বেড়াতে এসেছেন।
প্রতিবছর বইমেলায় এমন হাজার হাজার মৌসুমী কবি ও ঔপন্যাসিকদের লেখা কাব্য গ্রন্থের স্তুপের মধ্যে ভাল লেখক কবিদের একখানা উপন্যাস বা কাব্যগ্রন্থ খুঁজতে যাওয়া আর বিশাল খড়ের গাঁদায় একটি সূচ খুঁজে বের করা সমান কথা।
এখন প্রশ্ন হল নতুন প্রজন্মের লেখক কবিরা তাহলে পাঠকদের সামনে আসবে কি করে? অবশ্যই আসবেন। তবে নিজের লেখার মান যাচাই করার মত সক্ষমতা না থাকলে নিজেই প্রকাশক ও নিজেই লেখক হয়ে আপনি কি পাঠকদের বিভ্রান্ত ও বিরক্ত করছেন না। আগে গল্প কবিতা প্রবন্ধ লিখুন লিটল ম্যাগাজিনে, তারপর পত্র পত্রিকাতে অথবা সোসাল মিডিয়াতে। দেখেন আপনার লেখায় পাঠক প্রতিক্রিয়াটা কেমন? যদি ভাল হয় তবে প্রকাশকরা আপনাকে খোঁজ করবেন। আপনি আপনার লেখাটা ভাল কোন সাহিত্য সম্পাদকের কাছে পৌঁছে দিয়েও আপনার মানটা যাচাই করে নিতে পারেন।
নিজের টাকায় বই ছাপিয়ে কি লাভ? হয়ত ভাবছেন এভাবেই আপনি লেখক কবির এলিট শ্রেণীতে আপনি নাম লেখালেন। কিন্তু পাঠকদের কাছে না পৌঁছাতে পারলে জোর জবরদস্তি করে পাঠকদের হাতে আপনার লেখা বইটি দিয়ে লাভ কি? অভিজ্ঞ পাঠক আপনার লেখার প্রথম পৃষ্ঠা পড়ার পরেই সেটা ছুঁড়ে ফেলে দেবে। আজকাল অনেক অসৎ প্রকাশকগন আপনাকে তেল মেরে বলবে আপনি তো লেখেন ভাল আসেন একটা বই ছাপিয়ে দেই। হিসেবে প্রকাশকদের আপনাকে পারিশ্রমিক দেবার কথা। কিন্তু দেখবেন সেই আপনার কাছে ছাপানোর খরচ চাইছেন। আপনি আপনার কষ্টের পয়সার ৪০/ ৫০ হাজার টাকা তাকে দিয়ে দিলেন সে মাত্র চল্লিশ কপি বই ছেপে আপনাকে দশ কপি মাগনা দেবে। এতে তার নগদে লাভ হবে ৩২ হাজার টাকা। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে দেশের পঞ্চাশ ভাগ প্রকাশকদের আয় রোজগারের পথ এইসব মৌসুমী লেখকবৃন্দ। প্রবাসে শত শত কবি দেখবেন যিনি শুদ্ধ করে এক লাইন বাংলা লিখতে পারেন না অথচ প্রতিবছর তাদের বই ছাপানো হয়। এক একটি বই আপনি মাত্র পাঁচ শত ডলার খরচ করেই ছাপিয়ে নিতে পারেন এবং আত্মতৃপ্তিতে মশগুল হতে পারেন যে আপনি একজন লেখক বা কবি হয়ে গেছেন।
সাহিত্য কর্ম, ছবি আঁকা একটা সৃজনশীল জিনিস। এখানে ভণ্ডামির কোন জায়গা নেই। প্রতিভা থাকলে অবশ্যই আপনি লেখক হিসেবে প্রতিষ্ঠিত হবেন। আমাকে অনেকেই বই লিখতে বলেন। আমি মনে করি বই লেখার মত যথেষ্ট গুণ আমি এখনও অর্জন করিনি, যখন মনে হবে বই ছাপানোর জন্য আমি যথেষ্ট পরিনত তখন হয়ত প্রকাশকদের কাছে যেতেও পারি তবে নিজ খরচে অবশ্যই নয়।
স্কারবোরো, কানাডা