12.3 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

পিরিয়ডের সময় হাল্কা রক্তপাত হওয়া কীসের লক্ষণ?

পিরিয়ডের সময় হাল্কা রক্তপাত হওয়া কীসের লক্ষণ? - the Bengali Times

নারীর স্বাস্থ্যের জন্য নিয়মিত ঋতুচক্র খুবই গুরুত্বপূর্ণ। পিরিয়ডের আগে কম-বেশি সব নারীই নানা ধরনের সমস্যায় ভোগেন। অনেকের ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে, প্রতিদিনকার জীবনে তেমন কোনো প্রভাব ফেলে না। এমন অনেকে আছেন যাদের পিরিয়ড চলাকালীন রক্তপাত খুব বেশি হয়, কারোর আবার হালকা পরিমাণ হয়। বেশিরভাগ নারীই ভারী রক্তপাতকে শুধুমাত্র গুরুতর বলে মনে করেন, তবে হালকা রক্তপাত হলে তাকে কখনোই উপেক্ষা করবেন না।

- Advertisement -

হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে, হালকা রক্তপাত নারীদের কাছে স্বস্তিদায়ক মনে হতে পারে, কিন্তু এটি আপনার প্রজনন ব্যবস্থাকে প্রভাবিত করে। মেনোপজের আগে, মানসিক চাপ, হঠাৎ ওজন বৃদ্ধি-সহ শারীরিক সমস্য়া এই কারণে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। অনেক গুরুতর স্বাস্থ্য অবস্থার ফলাফল হতে পারে। এমন পরিস্থিতিতে, এটি শনাক্ত করা চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

রক্তে প্রোল্যাক্টিনের উচ্চ মাত্রা: প্রোল্যাক্টিন হচ্ছে এক ধরনের হরমোন। রক্তে এর পরিমাণ বাড়লে পিরিয়ড হালকা বা ভারী বা অনিয়মিত হতে পারে। এর পাশাপাশি উচ্চ প্রোল্যাক্টিন নারীদের উর্বরতা কমায়।

থাইরয়েড ব্যাধি: খুব বেশি বা খুব কম থাইরয়েড হরমোন আপনার পিরিয়ডকে খুব হালকা, ভারী বা অনিয়মিত করে তুলতে পারে। থাইরয়েড রোগও কয়েক মাস বা তার বেশি সময়ের জন্য আপনার পিরিয়ড বন্ধ করতে পারে। চিকিৎসা বিজ্ঞানে এই সমস্য়া অ্যামেনোরিয়া নামে পরিচিত।

পিরিয়ডের সময় হালকা রক্তপাতের কারণ

>> যেসব নারীর ইস্ট্রোজেনের মাত্রা কম তাদের পিরিয়ডের সময় হালকা রক্তপাত হতে পারে। কারণ ইস্ট্রোজেন জরায়ুর আস্তরণের পুরুত্ব বাড়ায়। অত্যধিক ব্যায়াম, খারাপ ডায়েট বা ডিম্বস্ফোটনে ব্যাঘাতের কারণেও ইস্ট্রোজেন কমে যেতে পারে।

>> ডিম উৎপাদন ছাড়া নারীদের পিরিয়ড সম্ভব নয়। যখন শরীর এটি যথেষ্ট পরিমাণে তৈরি করে না, তখন পিরিয়ড হালকা বা অনিয়মিত হয়ে যায়।

>> রক্তস্বল্পতা বা রক্তশূন্যতা পিরিয়ড একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদিও পিরিয়ডে বেশি ফ্লো হলে রক্তের ক্ষয় হয়, অ্যানিমিয়া হালকা বা হালকা পিরিয়ড হতে পারে।

সূত্র: এই সময়

- Advertisement -

Related Articles

Latest Articles