2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা চেরী

আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, এখন সম্পর্ক স্বাভাবিক: পূজা চেরী - the Bengali Times

অভিনেত্রী পূজার ‘চিত্রনায়িকা’ তকমা যুক্ত করেছিল জাজ। অর্থাৎ ঢাকাই চলচ্চিত্রে জাজের মাধ্যমেই চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হন তৎকালীন শিশুশিল্পী পূজা চেরী। মাত্র ১৪ বছর বয়সেই সিনেমার নায়িকা হওয়া সম্ভব হয়েছিল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কারণে।

- Advertisement -

পূজার ক্ষমা চাওয়ার বিষয়টি নিয়ে দেশব্যাপী চর্চা চলতে থাকে। কেন ক্ষমা চাইলেন কিসের জন্য, নেপথ্যের নানা প্রসঙ্গ উঠে এসেছে। বলা হচ্ছে, সিনেমা করতে গিয়ে শাকিবের সঙ্গে জড়িয়ে যান পূজা। আজিজের কাছ থেকে ছুটে গিয়েছিলেন শাকিব খানের কাছে।

শুধু পেশাগত কারণ নয়, মন লেনদেন কিংবা আবেগের বিষয়েও জড়িয়ে যান পূজা। বিভিন্ন ইস্যুতে একের পর এক সমালোচনায় পড়তে থাকেন। অবশেষে পূজা ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়েছেন।

নিজের ফেসবুকে ক্ষমা চেয়ে একটি পোস্ট দিয়ে পূজা চেরী লিখেছেন, ‘আমার অল্প বয়সের কারণে আমি একটি ভুল করেছি। আমি সবার কাছে ক্ষমাপ্রার্থী। আমাকে আপনাদের ছোট বোন ও সহকর্মী হিসেবে ক্ষমা করে দেবেন।’

জাজের কর্ণধার আবদুল আজিজের সম্পর্ক এখন স্বাভাবিক হয়েছে জানালেন অভিনেত্রী পূজা চেরী। গণমাধ্যমকে বললেন, ‘যেকোনো কারণেই হোক, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। আমি ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছি। আমি ছোট মানুষ। ভুল হতেই পারি। সেটা তারা বুঝে আমাকে ক্ষমাও করেছেন। এখন সম্পর্ক স্বাভাবিক।’

গত বুধবার সন্ধ্যায় বইমেলায় স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করে স্ট্যাটাস দেন আবদুল আজিজ। লেখেন, ‘আমার প্রিয়তমা ও “প্রিয়তমা, তোমাকে বলছি”-এর সঙ্গে। বইমেলা। ’

ওই স্ট্যাটাসে লাভ রিঅ্যাক্ট দেন পূজা। মন্তব্যের ঘরেও ভালোবাসার ইমোজি দিয়ে ভরিয়ে দেন। এর আগে গত দেড় বছরে এমনটা দেখা যায়নি। আজিজের কোনো পোস্টেই রিঅ্যাক্ট দিতে বা কমেন্ট করতে দেখা যায়নি পূজাকে।

সম্পর্কে জোড়া লাগায় ফের জাজের হয়ে দেখা যেতে পারে পূজা চেরীকে – এমনটাই ধারণা সিনেপ্রেমীদের। ইঙ্গিতও দিলেন পূজা। গলুই অভিনেত্রী বললেন, ‘ভালো কাজ দিয়ে ফিরতে হবে আমাকে। জাজের ঘরে ফিরেছি, এখন জাজের ছবিতেও কাজ করব। তাই বলে বাইরের ছবিতে কাজ না এমনটি নয়। এখন মাথায় একটা বিষয়ই ঢুকেছে, কাজ করতে হবে।’

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন ২’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় পূজার। এরপর জাজের হয়ে ‘দহন, ‘প্রেম আমার টু, ‘নূর জাহান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কোনো এক দ্বন্দ্বের কারণে দীর্ঘ সময় জাজের ছবিতে দেখা যায়নি পূজাকে। এবার এক স্ট্যাটাসেই সেই সম্পর্কে জোড়া লাগালেন পূজা।

- Advertisement -

Related Articles

Latest Articles