5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

অবাধ্য ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা

অবাধ্য ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা-মা - the Bengali Times

হবিগঞ্জের লাখাইয়ে মা-বাবাকে শারীরিক নির্যাতন করার অপরাধে অবাধ্য ছেলেকে পুলিশে দিয়েছেন মা-বাবা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টায় উপজেলার মোড়াকরি ইউনিয়নের জিরুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

- Advertisement -

অভিযুক্ত যুবকের নাম এলাইছ মিয়া। তিনি ওই এলাকার নাজির মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, এলাইছ মিয়া তার মা-বাবাকে প্রায়ই অত্যাচার করত। বাধ্য হয়ে বাবা-মা তার বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। বৃহস্পতিবার পুলিশ তাদের বাড়িতে গেলে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী তাকে পুলিশের হাতে তুলে দেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত এলাইছ মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles