10.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

৪১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ম্যাডোনার প্রেমে ভাঙন!

৪১ বছরের ছোট প্রেমিকের সঙ্গে ম্যাডোনার প্রেমে ভাঙন! - the Bengali Times
ছবি সংগৃহ

অসম প্রেমে জড়িয়েছিলেন জনপ্রিয় মার্কিন পপ গায়িকা ম্যাডোনা। নিজের চেয়ে ৪১ বছরের ছোট মডেল অ্যান্ড্রু ডার্নেলের সঙ্গে চুটিয়ে প্রেম করেন ৬৪ বছর বয়সী এই গায়িকা। তবে সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে গেল তাদের প্রেম।

জানা গেছে, অ্যান্ড্রুর সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ম্যাডোনা। কিন্তু এই সম্পর্কে ভালোবাসা ছিল না। এমনকি সঠিক কোনো লক্ষ্যও ছিল না। আর তাই এই বিচ্ছেদে ভেঙে পড়েননি গায়িকা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তার।

- Advertisement -

এর আগে, দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ম্যাডোনা। তার প্রথম স্বামী কারলোস লিওন এবং দ্বিতীয় স্বামী ছিলেন গাই রিচি। বহু আগেই দুই সংসারের ইতি টেনেছেন এই গায়িকা।

এছাড়াও ম্যাডোনার প্রেমিকের তালিকায় ছিলেন- পপ গায়ক ড্যান গিলোরি, মার্কিন গ্রাফিতি শিল্পী জিন মিশেল বাসকুয়েট, প্রয়াত মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডির ছেলে জন এফ কেনেডি জুনিয়র, মার্কিন র‍্যাপার ভ্যানিলা আইস, ব্রিটিশ চলচ্চিত্র প্রযোজক অ্যান্ডি বার্ড প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles