6 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে: জয়া

আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে: জয়া - the Bengali Times
জয়া আহসান

দীর্ঘ ১৯ বছর পর বড় পর্দায় ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। সম্প্রতি বাংলাদেশ ও ভারতে একসঙ্গে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মায়ার জঞ্জাল : ডেব্রি অব ডিজায়ার’। যৌথ প্রযোজনার এই সিনেমায় তার বিপরীতে আছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি মুক্তির পর দুই বাংলার দর্শকদেরই মন জয় করে নিচ্ছে। যা দেখে আনন্দে উচ্ছ্বসিত আরেক জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। আর সেকথা তিনি তুলে ধরেছেন ফেসবুকে।

জয়ার ভাষায়, ‘মায়ার জঞ্জাল ছবিটা মুক্তি পেয়েছে। বাংলাদেশের সিনেমা হলে চলছে। আমাদের দেশে যারা ভালো ছবির জন্য তৃষ্ণার্ত, এমন একটি অপূর্ব ছবি নিয়ে তাদের নীরবতায় আমি খুবই আশ্চর্য হয়েছি। যৌথ প্রযোজনার এই ছবিটি তো আমাদেরও, নাকি? অপি করিম আর সোহেল মণ্ডল-এর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ছবিটির মূলে আছে বাংলা ভাষার জাদুকর লেখক মানিক বন্দ্যোপাধ্যায়।’

- Advertisement -

দুই বাংলার এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘ভালো ছবি নিয়ে আমাদের পরিচালক, শিল্পী, কলাকুশলীরা সরবে কথা বলতে থাকলে তবেই না ভালো ছবির আবহাওয়াটা গড়ে উঠবে, দর্শকদের তৃষ্ণা বাড়বে…।’

‘মায়ার জঞ্জাল’র প্রশংসা করে জয়া লিখেছেন, ‘আমাদের নাগরিক সমাজের একেবারে প্রান্তে জীবনযাপন করা কিছু মানুষের এমন মায়াভরা সিনেমা আমি দেখিনি। জীবনের কঠিন কষাঘাত তাদের ম্রিয়মাণ, তিক্ত আর বাঁকা করে তুলেছে; কিন্তু সব ছাপিয়েও মমতা কীভাবে শেষ পর্যন্ত মানুষকে মানুষের সঙ্গে বেঁধে রাখে-সেই গল্পই দেখিয়েছেন পরিচালক ইন্দ্রনীল রায় চৌধুরী।’

সবশেষে এই অভিনেত্রী বলেন, ‘ভালো বাংলা ছবির চৌহদ্দী বড় করতে চাইলে আমাদের মনটাও তো প্রসারিত করতে হবে। আমরা সবাই যেন ভালো ছবির সঙ্গে থাকি।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভারতে মুক্তি পেয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোট গল্প থেকে নির্মিত ‘মায়ার জঞ্জাল’ সিনেমাটি। এটি নির্মাণ করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, চান্দ্রেয়ী ঘোষ, শাওলি চট্টোপাধ্যায়সহ অনেকে।

- Advertisement -

Related Articles

Latest Articles