14.5 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

মাঝ আকাশে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে পাখির ধাক্কা, অতঃপর…

মাঝ আকাশে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে পাখির ধাক্কা, অতঃপর… - the Bengali Times
প্রতীকী ছবি

মাঝ আকাশে পাখির সঙ্গে ধাক্কা লেগেছে ইন্ডিগো এয়ারলাইন্সের এক বিমানের। রবিবার এই ঘটনা ঘটে।

জানা গেছে, রবিবার দিল্লির উদ্দেশে স্থানীয় সুরাট বিমানবন্দর থেকে উড্ডয়ন করে ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানটি। কিন্তু থেকে কিছু দূর যাওয়ার পর বিমানটির সঙ্গে পাখির সজোরে ধাক্কা লাগে। বিমানে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সেটিকে আমহেদাবাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

- Advertisement -

রবিবার ইন্ডিগো এ৩২০ বিমানে এই দুর্ঘটনাটি ঘটে। এ সময় বিমানটিতে ক্রু সদস্য ছাড়াই ১৫০ জন যাত্রী ছিলেন। পরবর্তী জানা যায়, বিমানের যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে পাখির আঘাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের ইঞ্জিন।
ডিরেক্টরেট জেনেরাল অব সিভিল অ্যাভিয়েশন-এর পক্ষ থেকে সরেজমিনে তদন্ত করে দেখা গেছে, বিমানের দুই নম্বর ইঞ্জিনটি পাখির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ইঞ্জিনের ফ্যান ব্লেগুগুলো কিছু জায়গায় ভেঙেও গেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত ফ্যান ব্লেডগুলো মেরামতের বন্দোবস্ত করা হয়েছে।

শনিবারও এক দিল্লিগামী বিমান কোচিন বিমানবন্দর থেকে উড্ডয়ন শুরুর কয়েক মুহূর্ত পরেই তা আবার ঘুরিয়ে ভোপাল বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমান কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ প্রকাশ করে জানিয়েছিলেন, বিমানে এক যাত্রীর হঠাৎ স্বাস্থ্যের অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার জন্য দিল্লি না গিয়ে মাঝপথে ভোপাল বিমানবন্দরে ইন্ডিগো ৬ই ২৪০৭ বিমানটি নামানো হয়। ভোপালে অবতরণ করানোর পর সঙ্গে সঙ্গে ওই যাত্রীকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

- Advertisement -

Related Articles

Latest Articles