9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

‘অন্য নায়িকাদের মতো নায়কদের সঙ্গে রাত কাটাইনি’

‘অন্য নায়িকাদের মতো নায়কদের সঙ্গে রাত কাটাইনি’ - the Bengali Times

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত

সিনেমার চেয়ে বিতর্কিত সব মন্তব্য করেই বেশি শিরোনামে থাকেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর তার বিতর্কিত মন্তব্যের বেশির ভাগ জুড়েই থাকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রতি অতিরিক্ত সমর্থন ও বলিউড পরিচালক করণ জোহরের প্রতি বিদ্বেষ। এবার কঙ্গনার কটাক্ষের শিকার হলেন করণ।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, সম্প্রতি হঠাৎ করেই কঙ্গনার এক ভক্ত তাকে প্রশ্ন করেন, ‘আপনি বলিউডের নামকরা অভিনেত্রী, আপনার মা হিমাচলে চাষবাস করছেন!’ ভক্তের এই প্রশ্নের জবাবে কঙ্গনা টুইটারে লেখেন, ‘আমার মা শিক্ষিকা ছিলেন। এখন নিজের মতো করে অবসর কাটাচ্ছেন।’

- Advertisement -

তবে এসব কথার মাঝখানে হঠাৎ নাম না নিয়ে করণ জোহরের বিরুদ্ধে তোপ দাগেন কঙ্গনা। কঙ্গনা টুইট করে লেখেন, ‘ভিখিরি ফিল্ম মাফিয়াদের মতো বিয়ে অনুষ্ঠানে আমাকে নাচতে হয়নি। তারা আমাকে পাগল বলেছেন। আমার অ্যাটিটিউডকে অ্যারোগেনস বলে কটাক্ষ করেছেন তারা। এমনকি, আমাকে জেলে পাঠানোর চেষ্টাও করেছেন।’

কঙ্গনার কথায়, ‘আসলে আমি তো অন্য নায়িকাদের মতো নায়কদের সঙ্গে রাত কাটাইনি, তাই এসব আমাকে সহ্য করতে হয়েছে।’

সম্প্রতি কঙ্গনা এক সাক্ষাৎকারে বললেন, ‘প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিয়ে গিয়েছি। যখন মুম্বইয়ে পা রেখেছিলাম, সঙ্গে ছিল মাত্র ৫০০ টাকা। তাই যদি সর্বস্বান্তও হয়ে যাই, আবার শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াতে পারব, সেই সাহস আছে। টাকা-পয়সা, সম্পত্তি আমার কাছে বড় নয়। এ সবের কোনো অর্থ নেই।’

- Advertisement -

Related Articles

Latest Articles