2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

৩ স্ত্রী, দুই সন্তান! কাজ বলতে শুধুই বিশ্রাম, নিজেকে ‘রাজা’ মনে করেন যুবক

৩ স্ত্রী, দুই সন্তান! কাজ বলতে শুধুই বিশ্রাম, নিজেকে ‘রাজা’ মনে করেন যুবক - the Bengali Times

একই ছাদের নীচে তিন স্ত্রী, দুই সন্তানকে নিয়ে বাস। টাকা রোজগার থেকে ঘরের কাজ সব দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন স্ত্রীরা। নিজেকে সবচেয়ে সুখী বলে মনে করেন

- Advertisement -

ভাগ্যবান হওয়ার নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। জীবন কতটা সুখের হলে, ভাগ্য ভাল বলা যায়, তারও কোনও মাপকাঠি নেই।

কিন্তু নিক ডেভিস নামে নিউ ইয়র্কের এক যুবক নিজেকে সবচেয়ে ভাগ্যবান বলে মনে করেন। তিন স্ত্রী, দুই সন্তানকে নিয়ে একই ছাদের নীচে বাস তাঁর।

তবে সৌভাগ্যের শেষ নয় এখানেই। তিনি বাড়িতেই থাকেন, টাকা রোজগারের দায়িত্ব স্ত্রীদের উপরেই। তিন স্ত্রী থাকায় তিনি নিজেকে রাজা মনে করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles