এই যে ,কেউ কি আছে ? দেবে একটু ভালোবাসা ধার।
সুদ সহ আসল ফেরত দেবো , রাখিব না কোনো বকেয়া তোমার।
আমি ভালোবাসা চেয়েছি কত বার কত দুয়ারে দু্য়ারে।
কেউ দেয় নি গো সহজে মন ভরে ভালবাসা আমারে।
শিশির ভেজা ঘাসে পেয়েছিলাম এক সঙ্গী ঘাসফড়িং তারে নিয়ে বেড়িয়েছি সঙ্গে ।
তাঁর সাথেও সাক্ষী রাখব বলে মেতে ছিলাম তাঁর প্রেমের রঙ্গে ।
প্রেমের প্রজাপতিকেও নিয়েছিলাম সঙ্গে আমার সাক্ষী রূপে, সেও দিয়েছিল আমায়
জীবন মরণ ওয়াদা।
অবশেষে সেও চলে যায় , করে একা ছেড়ে আমার রাস্তা।
তারপর আসি আমি ফুটপাতে।
শিউলি ফুলগুলি সুভাস তো দিয়েছিল কিন্তু হেসেছিল কত অট্টহাসি ।
সেও বলেছিল আমিও তোমাকে বিভোর ভাবে ভালবাসি ।
এ কী মজাক!
সাদা সাদা স্তূপ মেঘের কাছে চাইলাম
ভালোবাসা।
বৃষ্টিপাত রুপে কান্না করে
সেও করলো কোণঠাসা ।
গাছের ডালে বসেছিল অনেক পাখির দল,
তাঁদের বললাম আমি ভালোবাসা চাই, করিও না তোমরাও ছল ।
তাঁরাও উড়ে চলে গেল আমাকে দেখে।
একলা রেখে ।
সারি সারি গাছ পালা দাঁড়িয়েছিল নিশ্চুপ ভাবে ।
তাঁরাও মুখ ফিরিয়ে নিল আমায় দেখে ।
সমুদ্রের জল নাচে ঢেউ তুলে ।
তারে ভেবেছিলাম ভালোবাসব সব কিছু ভুলে। কিন্তু পেলাম কী হাতে? কিছুই না।
পেলাম না একটুও কারো কাছে ভালোবাসা ।
তাই আমি আজ ধার চাইছি ভালোবাসা এটাই আমার অবশেষ আশা ।
টরন্টো, কানাডা