
ভেনেজুয়েলার জনপ্রিয় ব্লগার জর্জিয়ালার দাবি তাঁর সঙ্গে হোটেলের ঘরে শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এমনকি ওই মডেলের কাছে নাকি দু’জনের নগ্ন ভিডিও রয়েছে। জর্জিয়ালার এই দাবি উড়িয়ে দিয়েছেন রোনাল্ডো।
রোনাল্ডোর দাবি, তাঁর নাম ব্যবহার করে পরিচিতি বাড়াতে অসত্য কথা বলছেন ওই ব্লগার। জর্জিয়ালার সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতি শিবিরের সময় দেখা হলেও এমন কিছু ঘটেনি।