6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

‘মমতাকে উৎখাত না করে চুল রাখব না’

‘মমতাকে উৎখাত না করে চুল রাখব না’ - the Bengali Times
কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি

ভারতের পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে গতকাল শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। তবে বিকেলেই তাকে জামিন দেন কলকাতার আদালত।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জামিন পেয়েই কৌস্তভ বাগচি নিজের মাথা ন্যাড়া করেন এবং প্রতিজ্ঞা করেন মুখ্যমন্ত্রী পদ থেকে মমতাকে না হটানো পর্যন্ত তিনি মাথায় চুল রাখবেন না।

- Advertisement -

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, কলকাতার বুরতোল্লা থানার কর্মকর্তারা উত্তর ২৪ পরগণা জেলার ব্যারাকপুরে বাগচির বাসভবনে সাড়ে তিনটা নাগাদ হানা দেয় এবং কয়েকঘণ্টা পর তাকে গ্রেপ্তার করেন। এরপর সন্ধ্যা নাগাদ তাকে আদালতে হাজির করা হয়।

প্রতিবেদনে বলা হয়, বাগচিকে এক হাজার রুপির জামিন বন্ড দিতে বলা হয় এবং আদালত ৫ এপ্রিল শুনানির তারিখ ধার্য করে।

জামিন পাওয়ার পর বাগচি সাংবাদিকদের বলেন, আমার মাথা ন্যাড়া করা প্রতিবাদের প্রতীক। যতক্ষণ না আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করি ততক্ষণ পর্যন্ত আমি মাথায় চুল রাখব না।

- Advertisement -

Related Articles

Latest Articles