9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সুলতান’স ডাইন ইস্যুতে যা বললেন ওমর সানী

সুলতান’স ডাইন ইস্যুতে যা বললেন ওমর সানী - the Bengali Times

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন পর্দার এই নায়ক। সবাই যখন সুলতান’স ডাইন নিয়ে কথা বলছেন। তখন বাদ যাননি এই চিত্রনায়কও।

- Advertisement -

তিনি লেখেন, ‘সুলতান ডাইন, একটি প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট। সম্প্রতি একটি স্ক্যান্ডাল হয়েছে যে বিড়াল কুকুরের মাংস তারা ব্যবহার করছে। সেই প্রতিষ্ঠানের মালিকের সাথে আমার কোন পরিচয় নেই আমি কখনও যাই নি। কিন্তু তাদের খাবার খেয়েছি। এটুকু বলতে পারি একজন মালিক কখনওই এই ধরণের কর্মকাণ্ড করতে পারেনা।’

তিনি আরও লেখেন, ‘আমি মনে করি একটা ষড়যন্ত্রের বেড়াজালে সুলতান ডাইন। এই ধরনের হেনস্থাকারী চিহ্নিত হয়েছে বাংলার মাটিতে অজস্র বার। আমি কারও সাপোর্ট করব না। সত্যের পক্ষে আছি মিথ্যের বিপক্ষে, আল্লাহ হেফাজত করুন সবাইকে।’

প্রসঙ্গত, সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বুধবার (৮ মার্চ) দুপুরের পর থেকে সুলতান’স ডাইনের কাচ্চি বিরিয়ানির মাংস নিয়ে তুমুল হইচই পড়ে যায়। আর অভিযোগটি তুলেছেন কানক রহমান খান নামের এক ভোক্তা।

সুলতান’স ডাইন ইস্যুতে যা বললেন ওমর সানী - the Bengali Times

- Advertisement -

Related Articles

Latest Articles