5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

‘বিছানায় সক্ষম’ বলায় সুমনকে কটাক্ষ তসলিমা নাসরিনের

‘বিছানায় সক্ষম’ বলায় সুমনকে কটাক্ষ তসলিমা নাসরিনের - the Bengali Times

কবির সুমন ও তসলিমা নাসরিন

৭৫ বছরে পা দিয়েছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবির সুমন। জন্মদিন উপলক্ষে ভারতের একটি গণমাধ্যমে সাক্ষাৎকার তিনি। সাক্ষাৎকারে নিজের জীবন, যৌনতা সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেন কবীর সুমন। এরপরই ফেসবুকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তসলিমা নাসরিন।

গতকাল বৃহস্পতিবার কবির সুমনকে কটাক্ষ করে ফেসবুকে একটি পোস্ট দেন তসলিমা নাসরিন। সেখানে মনে জমে থাকা গায়কের প্রতি জমানো নানা ক্ষোভ তুলে ধরেন। একই সঙ্গে তার আদর্শ নিয়েও প্রশ্ন তোলেন বাংলাদেশ থেকে নির্বাসিত এই লেখিকা।

- Advertisement -

তসলিমা লেখেন, ‘এই সুমনকে আমি ‘মুসলমান সুমন’ বলি না, এই সুমনকে আমি ‘হিপোক্রেট সুমন’ বলি। আমি বিশ্বাস করি না এই সুমন আল্লাহ রসুল নামাজ রোজায় বিশ্বাস করেন। এই সুমন স্বার্থের জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। যদি দেখেন আঘোরি বা নাঙ্গা সন্ন্যাসী সাজলে কিছু ফায়দা হবে, বা লোককে বোকা বানিয়ে মজা লোটা যাবে, তিনি তাই করবেন।’

‘আমি বুঝি না, সাংবাদিকরা যখন তার ইন্টারভিউ নেয়, কেন সাবিনা ইয়াসমিনের সঙ্গে তার সম্পর্কের কথা কেউই জিজ্ঞেস করে না। বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের?’

‘মানুষটার আদর্শ বলে কোনোকালে কিছু কি ছিল? আমার সন্দেহ হয়। একসময় নাকি বামপন্থী ছিলেন। বামপন্থী যদি সত্যি হতেন, এত সহজে তৃণমূলী হতেন না। ’

‘তার নাকি গাড়ি নেই। অনেকে এমন কথা বলে প্রমাণ করতে চান তারা খুব সৎ মানুষ। অনেক অসৎ লোকের কিন্তু গাড়ি থাকে না, আবার অনেক সৎ লোকেরও গাড়ি থাকে। গাড়ি না থাকা সততার কোনো প্রমাণ হয়।’

‘আমার আজ মনে হয়, যে অসাধারণ গানগুলো তিনি লিখেছিলেন, গেয়েছিলেন, সেই গানের কথাগুলো তিনি তখনো বিশ্বাস করতেন না, এখনো বিশ্বাস করেন না। গানের ক্ষেত্রে যেমন তার প্রতিভার তুলনা হয় না, ভণ্ডামোর ক্ষেত্রেও তার প্রতিভার তুলনা হয় না। ’

‘পুনশ্চ, মনে আছে ২০০৭ সালে তিনি আমার বিরুদ্ধে তাণ্ডব করা কলকাতার ফতোয়াবাজ জিহাদিদের পক্ষ নিয়েছিলেন?’

- Advertisement -

Related Articles

Latest Articles