5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

এখন ছোটখাটো সমালোচনা আমি পাত্তা দেই না: নিপুণ

এখন ছোটখাটো সমালোচনা আমি পাত্তা দেই না: নিপুণ - the Bengali Times

চিত্রনায়িকা নিপুণ

সম্প্রতি হুট করেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেন চিত্রনায়িকা নিপুণ। বলা বেশ বোল্ড ছবি সেটি। এমন ফটোশুটে নিপুণকে আগে কখনো দেখা যায়নি। তাই ছবিটি নিয়ে কৌতহলী হয়ে উঠেন অনুরাগীরা। আলোচনা-সমালোচনা দুই-ই হয়। ছবিটির পোস্টে চিত্রনায়ক ওমর সানী এসে লেখেন, ‘বুঝলাম না’। ওমর সানীর মত অনেকেই কারণ খুঁজতে থাকেন হঠাৎ করে নিপুণের এমন বোল্ড হয়ে উঠার।

ছবি পোস্ট করার তিন দিনের মাথায় এসে সেই ছবির রহস্যের আংশিক ক্লিয়ার করলেন শিল্পী সমিতির এই নেত্রী। জানালেন, এটি তার নতুন একটি সিনেমার স্ক্রিন টেস্টের ছবি।

- Advertisement -

নিপুণ বলেন, ‘মাসখানেক আগে কলকাতায় এই ফটোশুট করেছিলাম। একটি সিনেমার জন্য স্ক্রিন টেস্ট দিয়েছি। ক্যারেক্টার অনুযায়ী শুট করেছিলাম। এই ছবি তখনকার।’

নিপুণের কথায় স্পষ্ট তিনি কলকাতার সিনেমায় কাজ করছেন। কিন্তু সেই সিনেমার নাম কী, কে নির্মাণ করছেন কিংবা সহশিল্পী কে, এসব আপাতত খোলাসা করেননি তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘আমার বলা বারণ আছে। সারপ্রাইজ হিসেবে থাকুক। কিছুদিনের মধ্যে সবাইকে জানাবো।’

ছবিটি নিয়ে অনেকে সমালোচনা করতেও ছাড়েননি। সেটা কিভাবে নিচ্ছেন তিনি? নিপুণের জবাব, ‘সমিতির নির্বাচন ঘিরে অনেক সমলোচনা শুনতে হয়েছে। এখন ছোটখাটো সমালোচনা আমি ওভাবে পাত্তা দেই না। তবে আমার মনে হয়, আমাকে একেবারে খারাপ লাগছে না।’

- Advertisement -

Related Articles

Latest Articles