9.7 C
Toronto
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

প্রেমিকের কপাল খুলে গেল ব্রেকআপে, পেলেন ‘হার্টব্রেক’ ফান্ডের টাকা

প্রেমিকের কপাল খুলে গেল ব্রেকআপে, পেলেন ‘হার্টব্রেক’ ফান্ডের টাকা - the Bengali Times
ছবি সংগৃহীত

প্রেম ভাঙার মতো ভয়াবহ বেদনা নেই পৃথিবীতে, জানে প্রেমিক-প্রেমিকা। যদিও এটা হলো ‘ব্রেকআপ পার্টি’র যুগ। তারপর ‘মুভ অন’-দুঃখ ভুলতে আনন্দের নতুন মানুষ খোঁজাই যেন রেওয়াজ। তাই বলে প্রেম ভেঙে অর্থপ্রাপ্তি!

শুনতে অবাস্তব মনে হলেও, প্রেম ভাঙার কারণে বাস্তবেই ২৫ হাজার রুপির মালিক হয়েছেন প্রতীক আরিয়ান নামে ভারতের এক যুবক। কিন্তু প্রশ্ন হলো, এমনটা কীভাবে সম্ভব?

- Advertisement -

গোটা বিষয়টি টুইটারে খোলাসা করেছেন প্রতীক। গল্পটা এরকম- প্রতীক এবং তার প্রেমিকা একটি ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন। ঠিক করেন, দুজনেই প্রতি মাসে ওই অ্যাকাউন্টে ৫০০ রুপি করে জমা রাখবেন। অর্থাৎ মাস প্রতি অর্থের পরিমাণ হবে ১০০০ টাকা। একইসঙ্গে উভয়ের সম্মতিতেই ঠিক হয়, প্রেমিকা ভালবাসায় ধোকা দিলে প্রেমিক ওই অর্থ পাবেন। একইভাবে প্রেমিক ধোকা দিলে যাবতীয় অর্থ পাবেন প্রেমিকা।

ওই তহবিলের নামকরণ করা হয় ‘হার্টব্রেক ইনস্যুরেন্স ফান্ড’।

টুইটার পোস্টে প্রতীক লেখেন, ‘আমি সম্প্রতি ২৫ হাজার রুপি পেয়েছি। কারণ, আমার প্রেমিকা আমাকে ঠকিয়েছে। আমরা হার্টব্রেক ইনস্যুরেন্স ফান্ডে ৫০০ রুপি করে জমিয়েছিলাম। চুক্তি মতো সেই অর্থই পেয়েছি।’

টুইটটি বেশ ভাইরাল হয়েছে। মজার মজার মন্তব্যে কমেন্টবক্স ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘বিনিয়োগের কথা ভাবছিলাম। এখানে তো ভালোই রিটার্ন মিলছে’। তবে প্রেম ভাঙার কারণে টাকা পাওয়া নিয়ে প্রতীককে কটাক্ষও করেছেন কেউ কেউ।

 

- Advertisement -

Related Articles

Latest Articles