
টালিপাড়ার পরিচিত অভিনেত্রী স্বস্তিকা দত্ত। গায়ক শোভনের তার প্রেমের খবর অনেকেই জানেন। কিছুদিন আগে শোভনকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। তারপর মুম্বাই গিয়েছিল শোভন। রোববার (২৪ অক্টোবর) রাতে মুম্বাই থেকে ফিরেছেন শোভন। তাকে আনতে বিমানবন্দরে গিয়েছিলেন স্বস্তিকা।
শোভন-স্বস্তিকার সর্ম্পকের এক বছর পূর্তি হয়েছে। এক সাক্ষাৎকারে স্বস্তিকা ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমর জন্মদিন সেলিব্রেট করি। তাহলে বন্ধুত্বের অ্যানিভার্সারিও সেলিব্রেট করা উচিত। এই এক বছরে আমি বুঝেছি আমার আর শোভনের মধ্যে কখনও ইগো আসবে না। আমরা পৃথিবীর যেখানেই থাকি, যদি সম্পর্ক নাও থাকে, একে অপরের প্রতি ঘৃণা আসবে না। পারস্পরিক শ্রদ্ধা থাকবে সব সময়। কাউকে পছন্দ হলে সে কথাটা প্রথম শোভনকেই বলব আমি।’
অভিনেত্রী জানান, গায়কের সঙ্গে তার সম্পর্ক বেশ মধুর। শোভনের ব্যাগ থেকে টাকা চুরি করেন তিনি। স্বস্তিকার বাড়ির চাবিও থাকে শোভনের কাছে। স্বস্তিকা এবং শোভনের ইনস্টাগ্রামে ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেছেন। কিন্তু কোথায় গিয়েছেন তা পরিষ্কার করেননি।
নিজের ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। পাহাড়ের কোল ঘেষে একটি বাড়ির বারান্দাতে তোলা ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কোথাও নীল আকাশের নীচে।’
স্টার জলসার ‘ভজ গোবিন্দ’ সিরিয়ালে ডালি চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। সবশেষ তিনি অভিনয় করেছেন ‘কি করে বলব তোমায়’ সিরিয়ালে। জি বাংলায় প্রচারিত এ সিরিয়ালে ‘রাধিকা’ চরিত্রে দেখা গেছে তাকে। দুই বাংলার দর্শকদের মন জয় করে নিয়েছেন স্বস্তিকা।
টালিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর অভিনয় করেছেন বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে।