12.9 C
Toronto
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫

জনসভায় বাধা না দেয়াটা সরকারের নতুন চক্রান্ত; মির্জা ফখরুলের মন্তব্য

জনসভায় বাধা না দেয়াটা সরকারের নতুন চক্রান্ত; মির্জা ফখরুলের মন্তব্য - the Bengali Times
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এবার আর কোনো ফাঁদে পা দেবে না বিএনপি; দলীয় সরকারে অধীনে কোনো নির্বাচনে যাবে না। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাম্প্রতিক জনসভায় বাধা না দেয়াটাও সরকারের আরেকটা নতুন চক্রান্ত বলে মন্তব্য করেন তিনি।

রোববার (১৯ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত নিরপেক্ষ সরকার ইস্যুতে আলোচনা সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি দাবি করেন, আওয়ামী লীগ ভিন্নমত সহ্যই করতে পারে না। সবার মধ্যে ভয় ছড়িয়ে দিয়েছে সরকার। তার দাবি, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

- Advertisement -

মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপি নেতা কর্মীদের এমনভাবে হত্যা করা হচ্ছে, যেন তারা মানুষ না, এদেশের নাগরিক না। শুধুমাত্র তাদের বিএনপি পরিচয়ের কারণেই হত্যা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, মুখে গণতন্ত্রের কথা বললেও প্রকৃতপক্ষে আওয়ামী লীগ একেবারেই গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপিকে ক্ষমতায় বসার জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করছে বিএনপি।

- Advertisement -

Related Articles

Latest Articles