12.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

প্লেন আকাশে উড়তেই সিগারেট ধরালেন যুবক, অতঃপর …

প্লেন আকাশে উড়তেই সিগারেট ধরালেন যুবক, অতঃপর … - the Bengali Times
ভারতের আসাম থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি

ভারতের আসাম থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি। কিন্তু মাঝ আকাশে পৌঁছাতেই নেশা চেপে নিজের আসনে আর বসে থাকতে পারেননি শেহরি চৌধুরী। বিমানের টয়লেটে গিয়ে ধরিয়ে ফেলেন সিগারেট। আর এ অভিযোগে গ্রেপ্তার হতে হলো তাকে।

শুক্রবার (১৭ মার্চ) দিনগত রাতে ইন্ডিগো বিমানের এক ফ্লাইটে এ ঘটনা ঘটে, যা প্রকাশ্যে এসেছে রবিবার।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিগো ৬-ইর-৭১৬ নম্বর ফ্লাইটের যাত্রী ছিলেন অভিযুক্ত শেহরি চৌধুরী। রানওয়ে ছেড়ে বিমান আকাশে উড়তেই এক পা দুই পা করে তিনি এগিয়ে যান টয়লেটের দিকে। এতে সন্দেহ হয় এক কেবিন ক্রুর।

পরে ওই যাত্রীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। অভিযোগ করেন, সহযাত্রীদের জীবন বিপন্ন করার। কেম্পেগৌড়া আন্তৰ্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় তাকে। খবর হিন্দুস্তান টাইমসের।

অবশ্য এরকম ঘটনা কয়েক দিন আগেও ঘটেছে। লন্ডন ছেড়ে আসা মুম্বাইগামী বিমানে সিগারেট ধরিয়েছিলেন এক যাত্রী (৩৭)। তার বিরুদ্ধে সহযাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ করা হয়। পরে ২৫ হাজার রুপিতে জামিনের পরিবর্তে তিনি জেলে যেতে রাজি হয়ে যান।

- Advertisement -

Related Articles

Latest Articles