9.9 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

সম্পর্ক ভাঙলেন স্ত্রী, কারাগারে বিধ্বস্ত আলভেজ

সম্পর্ক ভাঙলেন স্ত্রী, কারাগারে বিধ্বস্ত আলভেজ - the Bengali Times
আলভেজ ও হোয়ানা ছবি সংগৃহীত

অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। ধর্ষণের অভিযোগে আটক ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজের সঙ্গে তার স্ত্রী হোয়ানা সাঞ্জ সম্পর্ক ছিন্ন করলেন। যদিও এর আগে একাধিকবার সম্পর্ক না ভাঙার ব্যাপারে জানিয়েছিলেন সাঞ্জ।

আলভেজের সঙ্গে ভাঙনের ঘোষণাটা হোয়ানা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে দেন। দীর্ঘ এই পোস্টে সেখানে তিনি লিখেন, ‘এই মাসগুলো খুবই ভয়ংকর ছিল। সবচেয়ে কঠিন বলব না। আমি অনেক ঝড় দেখেছি, কিন্তু এটা খুবই হতাশার ও যন্ত্রণার ছিল। বিসর্জন এবং একাকিত্বের যন্ত্রণার অনুভূতি আবার আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। হাজারো ‘কেন’ বাতাসে ভাসছে, যার কোনো উত্তরও নেই।’

- Advertisement -

তিনি আরও লিখেন, ‘আমি এমন একজন জীবনসঙ্গী বেছে নিয়েছিলাম, যে কি না আমার দৃষ্টিতে নিখুঁত ছিল। যখন আমার প্রয়োজন হয়েছে, সে আমার পাশে ছিল। সব কিছুতে সে আমাকে সমর্থন করেছে। এগিয়ে যাওয়ার জন্য সে আমাকে ধাক্কা দিয়েছে এবং আমার প্রতি সে সব সময় মনোযোগী ছিল। এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন ছিল যে সে মানুষটিই আমাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।’

হোয়ানা জানান, আলভেজকে ভুলতে পারা কতটা কঠিন হবে, ‘সে যেভাবে আমার দিকে তাকাত, সেই স্মৃতি আমার মস্তিষ্ক থেকে মুছতে বছর চলে যাবে। সে এমনভাবে তাকাত যেন আমি পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য বস্তু। হ্যাঁ, আমি অবিশ্বাস্য বটে। আমি অবিশ্বাস্য; কারণ, আমি পরিশ্রমী, স্বাধীন, বুদ্ধিমতি, ভাবুক, মমতাময়ী, আমুদে, বিশ্বস্ত এবং মানবিক। আর মানুষ বলেই আমার ক্ষতি করা সত্ত্বেও এখনো তার পাশে আছি। আমি তাই থাকব তবে ভিন্নভাবে।’

‘ক্ষমায় উপশম লাভ করা যায়। তাই আমি জাদুটা ধরে রাখব। আর জীবনের সেই অধ্যায়কে বন্ধ করে দেব, যা ১৮–৫–১৫ সালে শুরু হয়েছিল। জীবন আমাকে যে সুযোগ ও শিক্ষা দিয়েছে, সে জন্য ধন্যবাদ, সেটা যতই কঠিনই হোক না কেন। এখানে একজন শক্ত নারী তার জীবনের পরের ধাপে প্রবেশ করবে।’-যোগ করেন তিনি।

এদিকে স্ত্রীর এ সিদ্ধান্তে বার্সেলোনার সাবেক ডিফেন্ডার আলভেজ কারাগারে নাকি পুরোপুরি ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তিনি হতাশায় খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles