7.6 C
Toronto
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কবীর সুমনের ‘বিছানায় সক্ষম’ ইস্যুতে এবার মুখ খুললেন শ্রীলেখা

কবীর সুমনের ‘বিছানায় সক্ষম’ ইস্যুতে এবার মুখ খুললেন শ্রীলেখা - the Bengali Times
কবীর সুমন ও শ্রীলেখা মিত্র

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিছানায় এখনো সক্ষম বলে দাবি করেছেন বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী কবীর সুমন। এ কথা বলার সুমনকে কটাক্ষ করেছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এবার তসলিমার সুরে সুর মেলালেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে শ্রীলেখা বলেন, ‘আমি সামান্য জন্মদিনে নিজের পছন্দের পানীয় পান করেছি বলে তা নিয়ে যাচ্ছেতাই হয়েছে। এক নারী তো সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ ভিডিওই করে ফেললেন। আসলে আমরা ‘‘হাফবেক্‌ড‘’।’

- Advertisement -

সুমনের ‘বিছানায় সক্ষম’ ইস্যুতে এ অভিনেত্রী বলেন, ‘সক্ষম থাকা তো ভালো, শরীর ভালো থাকে। এই বিষয়টাকে দুই ভাবে দেখা যায়।’

শ্রীলেখা মিত্র বলেন, ‘তবে এটাও সত্যি, এই কথাটা যদি কোনো নারী বলেন, তাকে সমাজ ছাড়বে না। আমার বাড়িতে ‘‘সেলার’’ পর্যন্ত নেই। জন্মদিনে কেউ নিজের পয়সায় মদ্যপান করতেই পারে! তাতেই কত মন্তব্য। নারীদের নারীরাই ছোট করে, অন্যরা কী করবে?’

এর আগে গত ১৬ মার্চ নিজের জন্মদিনে আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে কবীর সুমন বলেছিলেন, ‘আমি বিছানায় চূড়ান্তভাবে সক্ষম। নারীরা আমাকে সমৃদ্ধ করেছেন। নতুন ধারণা আবিষ্কার করে প্রেম করাতেই আমার এনার্জি।’

এরপরের দিন সুমনকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দেন তসলিমা নাসরিন। তিনি লেখেন, ‘বিছানায় তিনি ৭৫ বছর বয়সেও সক্ষম, এই কথা কেন শোনাচ্ছেন, পুরুষদের বোকা বানানোর জন্য নাকি নারীদের?’

তসলিমার এ কথায় সমর্থন করলেন শ্রীলেখা। তিনি বলেন, ‘আমি তসলিমাদির সঙ্গে একমত। কোনো নারী এমন কথা বললে তাকে তো রেপ করতে মনে হয় বাকি রাখত! আসলে আমরা সঠিক শিক্ষা পাইনি। তবে এ ক্ষেত্রে মেয়েদেরও কিছু দায় বর্তায়। মেয়েদের সেই সমতা বজায় রাখতে হবে নিজেদেরকেই।’

- Advertisement -

Related Articles

Latest Articles