2.9 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পাকিস্তানে রমজান আমার সবচেয়ে পছন্দের মুহূর্ত ছিল: জেমিমা

পাকিস্তানে রমজান আমার সবচেয়ে পছন্দের মুহূর্ত ছিল: জেমিমা - the Bengali Times

ইমরান খানের সাবেক স্ত্রী ও হলিউড প্রডিউসার জেমিমা গোল্ডস্মিথ জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে পছন্দের মুহূর্ত ছিল পাকিস্তানে কাটানো রমজান।

- Advertisement -

বৃহস্পতিবার জেমিমা নিজের সিনেমা ‘হটস লাভ গট টু ডাই ইউথ ইট’-এর একটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেন। সেখানেই তিনি একথা জানান।

ওই টুইটবার্তায় জেমিমা মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, পাকিস্তানে কাটানো আমার সবচেয়ে পছন্দনীয় সময় ছিল রমজান মাস।

তিনি বলেন, ‘রমজান শুধু অনাহার থাকার নাম নয়; একইসঙ্গে এটি পুণ্য অর্জন ও উন্নত মানুষ হওয়ার মাসও।’ তিনি এ মাসে সবাইকে অনর্থক বিষয় এড়িয়ে চলার ও মিথ্যা বলা থেকে বিরত থাকার আহ্বানও জানান।

জেমিমা বলেন, ‘এটি চিন্তা-ভাবনা, দান-অনুগ্রহ ও ক্ষমা করার মাস।’ একইসঙ্গে রমজান পরিবার ও স্বজনদের সময় দেওয়ারও মুহূর্ত বলে মন্তব্য করেন জেমিমা।

সূত্র: জিও নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles