9.5 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

পরিণীতির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ভারতের কনিষ্ঠতম সংসদ সদস্য

পরিণীতির সঙ্গে প্রেম নিয়ে যা বললেন ভারতের কনিষ্ঠতম সংসদ সদস্য - the Bengali Times
কনিষ্ঠতম সংসদ সদস্য রাঘব চড্ডা ও পরিণীতি চোপড়া ছবি সংগৃহীত

সম্প্রতি মুম্বাইয়ে পরিণীতি চোপড়াকে দেখা গেল আপ দলের নেতা রাঘব চড্ডার সঙ্গে। আর এতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিলেন নেটিজেনরা। তা হলে কি দু’জনে প্রেম করছেন? মুম্বাইয়ে এক রেস্তরাঁর বাইরে আলোকচিত্রীরা তাদের ঘিরে ধরলে হাসিমুখে পোজ দেন দু’জনেই।

নয়া দিল্লির বাসিন্দা রাঘব সংসদের কনিষ্ঠতম নেতা। শুক্রবার সংসদ ভবনে ঢোকার মুখেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন রাঘব। প্রশ্ন, তিনি কি মন দিয়ে বসলেন পরিণীতিকে? ‘হ্যাঁ’ অথবা ‘না’তে অনায়াসেই জবাব দিতে পারতেন রাঘব। তবে সে পথে না হেঁটে তিনি বলেন, ‘আমাকে রাজনীতি নিয়ে প্রশ্ন করুন, পরিণীতিকে নিয়ে নয়। আমরা বিয়ে করলে আপনাদের খবর নিশ্চই দেব।’ উত্তর দেওয়ার সময় রাঘবের মুখে দেখা গেল স্মিত হাসি। জল্পনা ছড়ালেও, তাঁদের একসঙ্গে দেখে খুশি অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘একসঙ্গে কী সুন্দর লাগছে!’ আবার কেউ লেখেন, ‘যদি ওঁরা সত্যিই প্রেম করেন, আমি ভীষণ খুশি!’

- Advertisement -

রাঘবের পড়াশোনা ইংল্যান্ডে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্য দিকে প্রিয়ঙ্কা চোপড়ার বোন পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তনী। যশরাজ ফিল্মসের অধীনে বলিউডে পা রাখেন তিনি। শোনা যাচ্ছে ভারতে নয়, লন্ডনেই নাকি দু’জনের প্রথম আলাপ। তা হলে কি স্বরার জুতোতেই পা গলালেন পরিণীতি? সেটা সময়ই বলবে।

- Advertisement -

Related Articles

Latest Articles