5.2 C
Toronto
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতা আটক

কোমরে পিস্তল গুঁজে ছবি পোস্ট করা সেই ছাত্রলীগ নেতা আটক - the Bengali Times
পজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিং

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কোমরে পিস্তল গুঁজে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং ওরফে সুদেব সিংকে আটক করেছে পুলিশ।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দক্ষিণ কামারগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, শুভ্রদেব ওরফে সুবেদ সিংকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, ‘শুভ্রদেব গত শনিবার কোমরে পিস্তল গুঁজে একটি ছবি পোস্ট করেন। ঘটনাটি মিডিয়ায়ও এসেছে। এতে জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। আমরা ওই পিস্তল সম্পর্কে জানতে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রলীগের এই নেতা অবশ্য দাবি করেন, ‘বোয়ালমারীর কাটাগড় মেলা থেকে তার ভাতিজার জন্য খেলনা পিস্তলটি কেনেন। জাস্ট শখ করে খেলনা পিস্তল কোমরে গুঁজে ছবি তুলে পোস্ট করেন। এরপর অনেকে নানা কমেন্ট করার পরে ছবিটি ডিলিট করে দিয়েছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles